ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

সুনামগঞ্জ–৫ আসনে মনোনয়ন বঞ্চনা ঘিরে আলোচনা: নীরব মিজান চৌধুরীকে ঘিরে নতুন সমীকরণ?

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৬ নভেম্বর ২০২৫, ১০:২৭ অপরাহ্ণ

Link Copied!

Oplus_131072

সুনামগঞ্জ–৫ আসনে মনোনয়ন বঞ্চনা ঘিরে আলোচনা: নীরব মিজান চৌধুরীকে ঘিরে নতুন সমীকরণ?

এম এ মোতালিব ভুইয়া :

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজানকে ঘিরে সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে নতুন রাজনৈতিক আলোচনা তৈরি হয়েছে। দীর্ঘ আন্দোলন–সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা এই জনপ্রিয় নেতার দলীয় প্রাথমিক মনোনয়ন না পাওয়া তৃণমূলে বিস্ময় ও হতাশা সৃষ্টি করেছে।

বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাসে বিষয়টি তুলে ধরেন সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ও ছাতকের উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: নিজাম উদ্দিন।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, বহু হামলা–মামলা ও গুলিবিদ্ধ হওয়ার মতো পরিস্থিতির মধ্যেও রাজপথে দলের পতাকা রক্ষায় মিজান চৌধুরীর ভূমিকা তুলনাহীন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি লক্ষ মানুষের ভালোবাসা অর্জন করেছেন বলেও তিনি দাবি করেন।

গত ৩ নভেম্বর ২০২৫ বিএনপির মহাসচিব প্রাথমিক মনোনয়ন ঘোষণা করলে প্রত্যাশার বাইরে মিজান চৌধুরীর নাম না থাকা সিলেট বিভাগের নেতাকর্মীদের মধ্যে হতবিহ্বলতা সৃষ্টি করে। অনেকেই বিষয়টিকে দলীয় সিদ্ধান্তগত ভুল হিসেবে আখ্যায়িত করেছেন।

তবে মনোনয়ন বঞ্চনার পরও মিজান চৌধুরীর নীরব অবস্থানকে নেতাকর্মীরা কৌশলী সিদ্ধান্ত হিসেবেই দেখছেন। চাইলে তিনি বড় আকারে সমাবেশ করে প্রতিবাদ দেখাতে পারতেন—তবে তিনি দলকে প্রশ্নবিদ্ধ না করতে নীরবতা বজায় রাখছেন বলে স্ট্যাটাসে উল্লেখ করেন মো: নিজাম উদ্দিন।

এদিকে দেশের মাঠপর্যায়ের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন করে পর্যবেক্ষণ করছেন বলেও তিনি উল্লেখ করেন। দলের ভেতরে তুলনামূলক দুর্বল প্রার্থী মনোনয়ন পাওয়ার কারণে নির্বাচনী পরিস্থিতি জটিল হতে পারে—এমন শঙ্কাও তুলে ধরেন তিনি।

তার দাবি, সুনামগঞ্জ–৫ আসনে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় মিজান চৌধুরী এখনও অপরিহার্য নাম। নীরবতার মধ্যে ভবিষ্যতে ‘বড় কিছু’ ঘোষণার সম্ভাবনাও তিনি ইঙ্গিত করেন।

শেষে তিনি নেতাকর্মীদের ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান এবং প্রিয় নেতার সাফল্য কামনা করেন।

আরও পড়ুন

কারিগরি ত্রুটিতে বন্ধ মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট

দোয়ারাবাজারে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

কাপাসিয়ায় আলোচিত মাদক কারবারি জুয়েলের আস্তানা গুঁড়িয়ে দিয়েছে পুলিশ, গ্রেফতার -১

মেডিকেল শিক্ষা ও সেবার মানোন্নয়নে সমন্বিত কাজ জরুরি: ঢাবি ভিসি

পহরচাঁদা বিটে বনভূমি দখলমুক্ত অভিযান ১ একর সরকারি জমি উদ্ধার, অবৈধ নির্মাণ উচ্ছেদ

জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ :

নতুন রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দিলো এনসিপি

চকরিয়ায় ২১ কোটি টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ: টেকসই উন্নয়ন নিয়ে শঙ্কা স্থানীয়দের

‎শান্তিগঞ্জে মেধা যাচাই পরীক্ষায় সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ‎

দোয়ারাবাজারে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টে বোগলাবাজার ইউনিয়ন চ্যাম্পিয়ন

ঘূর্ণিঝড় “সেনিয়ার” আতঙ্ক!

অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ১০৩ চিকিৎসক