সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্হায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধনমোঃ আবু সঈদ, স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর স্হায়ী ক্যাম্পাস পূর্ব নির্ধারিত স্থানে দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ মে) বিকাল ৪ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী বাজার পয়েন্টে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্হায়ী ক্যাম্পাস বাস্তবায়ন ফোরাম এর আয়োজনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়৷
মানববন্ধনে শান্তিগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক ফরিদ আহমদের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের
সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন।।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যায়লয় নির্মাণ করতে পূর্ব নির্ধারিত স্থানে ইতিমধ্যে জমি অধীগ্রহণের কাজ প্রায় শেষ পর্যায়ে। মাটি পরীক্ষাসহ অন্যান্য কাজও প্রায় শেষ। এখন বাকী অবকাঠামোগত উন্নয়ন। আমাদের জোর দাবি যত দ্রুত সম্ভব অবকাঠামোগত উন্নয়নের কাজ শুরু করা। যারা বিশ্ববিদ্যালয়ের স্থান স্থানান্তরের জন্য টানাহেঁচরা করছেন যদি এতে বিশ্ববিদ্যালয়ের কোনো ক্ষতি হয় তাহলে তাদেরকে সুনামগঞ্জবাসী বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে।
এ সময় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ নুর আলী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহির উদ্দিন, উপজেলা বিএনপির নেতা লুৎফর রহমান, এবাদুর রহমান এবাদ, নোয়াখালী বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, সহকারি শিক্ষক নজিবুর রহমান,
নোয়াখালী বাজার জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব হাফিজ মাও. নাজমুল ইসলাম, ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা বাবুল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি কামাল পারভেজ সাজন,বিজয় সমাজ কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক জিলাল উদ্দিন,ইউপি সদস্য মাহবুব ইসলাম তালুকদার, শিমুলবাঁক ইউনিয়ন যুবদলের সভাপতি মুহিবুর রহমান মানিক, উপজেলা যুবদল নেতা মনসুর আলম, জয়কলস ইউনিয়ন যুবদলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নূর আহমদ সবুজ, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুল করিম মাছুম ও ছাত্রদল নেতা সুমন আহমদ।
এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামস উদ্দিন, নোয়াখালী বাজাবের ব্যবসায়ী রুবেল মিয়া, বিএনপি নেতা আজমত শাহ, দেলোয়ার হোসেন, শহিদুল হক, এনামুল হক এনাম, আবুল লেইছ, আরজু মিয়া, রেজাউল করিম রেজু, যুবদল নেতা আবুল হাসনাত, সিজিল আহমদ রনি, এখলাছ মিয়া, সুমন আহমদ, মিজানুর রহমান মিজান, ফয়ছল আহমদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবাক কমিটির সদস্য মাছুম আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল করিম, সাব্বির আহমদ, মামুনুর রশিদ মামুন, ছাত্রদল নেতা অলিউর রহমান ও মুবিন আহমদ সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও নোয়াখালী বাজারের ব্যবসায়ীবৃন্দ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০