স্টাফ রিপোটারঃ
সুনামগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধা জগতজ্যোতি পাবলিক লাইব্রেরীর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় পাবলিক লাইব্রেরীর হলরুমে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় লাইব্রেরীর সাধারণ সম্পাদক সাংবাদিক আইনজীবী খলিল রহমানের সঞ্চালনায় এবং সুনামগঞ্জ জেলা প্রশাসক ও পাবলিক লাইব্রেরীর সভাপতি ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, এডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরী, সাংবাদিক কলামিষ্ট আইনজীবী হোসেন তৌফিক চৌধুরী, আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুল হক প্রমুখ।
এর পুর্বে লাইব্রেরীর আয় ব্যয়ের হিসাব ও আগামীদিনের কর্মপরিকল্পনা পড়ে শুনান সাধারণত সম্পাদক। বার্ষিক সাধারণ সভায় বিভিন্ন শ্রেণী পেশার গুনীজনেরা উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন।
সুনামগঞ্জের গুনীজন ভাষা সৈনিক অধ্যাপক সাহেদ আলী রচিত জিব্রাইলের ডানা, পোড়া মাটির গন্ধ, একই সমতলে গ্রন্থাদিসহ সুনামগঞ্জের খ্যাতিমান লেখক কবিদের রচনাবলি পাবলিক লাইব্রেরীর সংগ্রহে রাখা ও তাদের স্মরণে কাজ করার বিষয়টি উঠে আসে গুনীজনদের আলোচনায়।