স্টাফ রিপোর্টার,সিলেট:
বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ সুনামগঞ্জের তাহিরপুরে আইনশৃংলা বাহিনীর অভিযানে আটককৃত মাদক কারবারীসহ পাঁচ আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার পুলিশ জানায়, থানা, বাদাঘাট ও ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা উপজেলার একাধিক মাদক স্পটে যৌথ অভিযান চালিয়ে বিদেশি মদ ও ইয়াবা ট্যাবলেটসহ মাহারাম গ্রামের মোহাম্মদ আলীর ছেলে নুর উদ্দিনকে আটক করে।
উপজেলার মাহারাম গ্রামের আবদুল কাদিরের ছেলে দুলাল মিয়া ওরফে বিল্লালকে বিদেশি মদ সহ আটক করে।
উপজেলার সীমান্তবর্তী জঙ্গলবাড়ি এলাকার উমর আলীর ছেলে জাকিরকে ভারতীয় গাঁজা সহ আটক করে পুািলশ। ,এদিকে র্যাপিড এ্যাকশনান ব্যাটালিয় র্যাব-৯ সিলেট সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের টহলদল উপজেলার শিমুলতলা গ্রামের ফতে আলীর ছেলে অজুদকে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।
উপজেলার চতুর্ভুজ গ্রাম হতে ১কেজি ভারতীয় গাঁজা আটক করা হয়।, উপজেলার সীমান্তবর্তী কলাগাঁও হতে গ্রেফতারী পরোয়ানাভুক্ত জাকির নামে অপর আরো এক পলাতক আসাসকে পুলিশ আটক করেন
এ ব্যাপারে থানা পুলিশ ও র্যাবের পক্ষ থেকে পাঁচটি পৃথক মামলা দায়ের করা হয়।
মঙ্গলবার তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃতদের সোমবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০