এম এ মোতালিব ভুঁইয়া :
সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ, গরু, পাথর, বারকী নৌকা আটক করা হয়েছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ
চাঁনপুর বিওপির টহল দল ০৯ অক্টোবর ২০১৯ তারিখ ০৮০০ ঘটিকায় সীমান্ত পিলার ১২০১/৩-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৪নং উত্তর বড়দল ইউনিয়নের রাজাই নামক স্থান থেকে ৪৮ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৭২,০০০/- টাকা।
এদিকে বনগাঁও বিওপির টহল দল সীমান্ত পিলার ১২১৬/৪-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে (জিআর-৪৪২৮১৭, মানচিত্র ৭৮ও/৮) সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রংঙ্গারছড়া ইউনিয়নের চিনাউড়া নামক স্থান হতে ০৪টি ভারতীয় গরু আটক করে। আটককৃত গরুটি শুল্ক কার্যালয়, সুনামগঞ্জ কর্তৃক নিলাম করতঃ সিজার করা হয়েছে। যার মূল্য ১,৪০,০০০/- টাকা।
অন্যদিকে মাঠগাঁও বিওপির টহল দল ০৮ অক্টোবর ২০১৯ তারিখ ০৬৩০ ঘটিকায় সীমান্ত মেইন পিলার ১২২৫ এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৭নং লক্ষীপুর ইউনিয়নের ভাংগারপাড় নামক স্থান থেকে ০৬ ঘনফুট ভারতীয় পাথর এবং ০১টি বারকী নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ৪০,৭২০/- টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)পরিচালক অধিনায়ক মোঃমাকসুদুল আলম জানান, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় এবং গরু, পাথর এবং বারকী নৌকা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০