এম এ মোতালিব ভুঁইয়া,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
সুনামগঞ্জের সীমান্তে পৃথক অভিযান চালিয়ে চোরাই পথে আনা ভারতীয় মদ,গাঁজা,গরু এবং ঘোড়া আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি সুত্রে যানাযায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির পৃথক অভিযানে রবিবার(২৭অক্টোবর) তাহিরপুর উপজেলাধীন ৪ নং বড়দল ইউনিয়নের রাজাই নামক স্থান হতে ৯৬ বোতল ভারতীয় মদ, ২৪ ক্যান ভারতীয় বিয়ার এবং ৬,০০০ পিস জীবন বিড়ি,সদর উপজেলাধীন ০১ নং জাহাঙ্গীরনগর ইউনিয়নের গুচ্ছগ্র্রাম নামক স্থান হতে ০৩ কেজি ভারতীয় গাঁজা ও বিশ্বম্বরপুর উপজেলাধীন ০৩ নং ধনপুর ইউনিয়নের শরিফগঞ্জ বাজার নামক স্থান হতে ০৩ টি ভারতীয় ঘোড়া আটক করে।
এদিকে শনিবার রাতে তাহিরপুর উপজেলাধীন ০৪ নং বড়দল ইউনিয়নের রাজাই নামক স্থান হতে ০১ টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)পরিচালক অধিনায়ক মোঃমাকসুদুল আলম জানান,আটককৃত ভারতীয় মদ, গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় এবং গরু ও ঘোড়া শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।