স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলা বারের সিনিয়র আইনজীবী ও বিশ্বম্ভরপুর উপজেলার ছাতারকোনা এলাকার সন্তান অ্যাডভোকেট মোঃ আবুল বাসার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটের সময় সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ ২৬ নভেম্বর দুপুরে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গণে সকাল সাড়ে ১০ ঘটিকায় প্রথম নামাজে জানাজা ও বিশ্বম্ভরপুর উপজেলার ছাতারকোনা নিজ গ্রামে দুপুর আড়াইটায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাহাকে দাফন করা হয়।
২০০৯ সালে সুনামগঞ্জ জেলা বার অ্যাসোসিয়েশনে আইনজীবী হিসেবে নিবন্ধিত হয়ে অ্যাডভোকেট আবুল বাসার দীর্ঘদিন নিষ্ঠা ও সুনামের সঙ্গে আইন পেশায় দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে তিনি সততা, দক্ষতা এবং মানবিক আচরণের জন্য সহকর্মীদের কাছে ছিলেন অত্যন্ত সম্মানিত।
মরহুম অ্যাডভোকেট আবুল বাসার বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বম্ভরপুর উপজেলার সাবেক আমির ও বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সুনামগঞ্জ জেলার সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পলাশ বাজার এলাকায় অনুষ্ঠিত এক উঠান বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ছাতারকোনা-
হালাবাদী ঈদগাহ মাঠের সভাপতিও ছিলেন। তার মৃত্যুতে ছাতারকোনা এলাকা, আইনজীবী সমাজ, রাজনৈতিক সহযোদ্ধা ও সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সুনামগঞ্জ জেলা বার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন “অ্যাডভোকেট আবুল বাসারের মৃত্যুতে আমরা একজন সৎ, আদর্শবান ও মানবিক গুণসম্পন্ন আইনজীবীকে হারালাম”।
আল্লাহপাক তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দান করুন,আমিন।