প্রেস বিজ্ঞপ্তি –
কর্ণফুলী বাম তীরস্থ (মাইজারটেক) সিডিএ কর্ণফুলী হাউজিং সোসাইটির সভায় প্রকল্পে একটি আধুনিক মসজিদ নির্মাণের কাজ শুরুর সিদ্ধান্ত গৃহীত হয় । প্লট মালিক সমিতির (রেজিঃ) সভাপতি অধ্যক্ষ মোজাম্মেল হক-এর সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি এডভোকেট জিয়া হাবীব আহ্সানের সঞ্চালনায় অদ্য সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতিক্রমে উক্ত সিদ্ধান্ত গৃহীত হয় । সিডিএ কর্তৃক ইতিমধ্যে মসজিদের প্ল্যান পাশ হওয়ায় এবং সয়েল টেস্ট সম্পন্ন হওয়ায় নির্মাণ কাজ শুরু করার জন্য প্রত্যেক প্লট মালিককে কাঠা প্রতি এক হাজার টাকা করে মসজিদ নির্মাণ ফান্ডের জন্য সোনালী ব্যাংক কোর্ট হিল শাখায় চলতি হিসাব নং ১০০৭৪০১০০৭২০৪ তে জমা প্রদানের জন্য অনুরোধ করা হয় । অথবা অর্থ সম্পাদক এডভোকেট মোঃ সেলিম উদ্দিন চেম্বার নং ৮১(বি), আইনজীবী ভবন (মোবাইল নং- ০১৭১১-৭৬১০০১) কোর্ট হিল চট্টগ্রামে সরাসরি যোগাযোগ করতে অনুরোধ করা হয় । জনবসতি গড়ে তুলতে সকলকে উক্ত মসজিদ ফান্ডে মুক্তহস্তে দান করার জন্য সভায় বক্তারা সকলের প্রতি উদাত্ত আহবান জানান । স্থানীয়ভাবে কর্ণফুলী থানা স্থাপনের কাজ ও পিডিবি এর পাওয়ার ষ্টেশন প্রতিষ্ঠার কাজ শুরুর হওয়ায় এবং ওয়াসা কর্তৃক ভান্ডারজুরি প্রকল্প থেকে হাউজিং এ সুপেয় পানি সরবরাহের কাজ শুরু হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিনন্দন জানানো হয় । সভায় প্রত্যেকে প্লটে বাউন্ডারী ও বাড়িঘর নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয় ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যথাক্রমে সমিতির সম্পাদক মোঃ এয়াছিন, অর্থ সম্পাদক মোঃ সেলিম উদ্দিন ও সদস্যদের মধ্যে যথাক্রমে মধুসধন দেবনাথ, আব্দুস সবুর, মোঃ কামাল মিয়া, মোহাম্মদ আবদুস ছবুর, মারুফা চৌধুরী, আবু তালিব চৌধুরী, জালাল উদ্দিন, মোঃ বজলুল করিম প্রমুখ ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০