
সার ডিলার লাইসেন্স বহাল রাখার দাবিতে দোয়ারাবাজারে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান
এম এ মোতালিব ভুইয়া:
নতুন সার নীতিমালা ২০২৫ বাস্তবায়নের ফলে খুচরা সার ডিলার লাইসেন্স বাতিলের আশঙ্কায় সুনামগঞ্জের দোয়ারাবাজারে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন বাংলাদেশ, দোয়ারাবাজার শাখার উদ্যোগে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮১ জন খুচরা সার ডিলারসহ বহু ব্যবসায়ী ও সাধারণ কৃষক অংশগ্রহণ করেন।
বক্তব্য রাখেন,উপদেষ্টা সুমন মিয়া,লোকমান মিয়া,আশক আলী,গোলাম মোস্তফা,সভাপতি শহিদুল ইসলাম,সেক্রেটারি বাবুল মিয়াকোষাধ্যক্ষ আবুল কালাম,সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া সহ-সাধারণ সম্পাদক জামাল উদ্দিন,সহ-সাধারণ সম্পাদক শিপন মিয়া,সদস্য নূরুল ইসলাম,জসিম উদ্দিন,কাউছার আলম,নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, ২০০৯ সালের সার নীতিমালার আওতায় দীর্ঘদিন ধরে সৎ ও অভিজ্ঞতার সঙ্গে খুচরা ডিলাররা দায়িত্ব পালন করে আসলেও, নতুন সার নীতিমালা ২০২৫ বাস্তবায়নের ফলে খুচরা ডিলারদের লাইসেন্স বাতিল হওয়ার আশঙ্কায় হাজারো পরিবার জীবিকা হারানোর ঝুঁকিতে পড়েছে।
তারা বলেন, খুচরা ডিলাররা স্বল্প লাভে দ্রুততম সময়ে কৃষকের দোরগোড়ায় সার পৌঁছে দিয়ে আসছেন। কৃষিজ উৎপাদন টিকিয়ে রাখতে এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সুবিধা নিশ্চিত করতে খুচরা ডিলারদের রাখা অত্যাবশ্যক।
মানববন্ধন শেষে প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্বারকলিপি প্রদান করেন।
স্বারকলিপিতে বলা হয়—সার নীতিমালা ২০২৫ অনুযায়ী লাইসেন্স বাতিল হলে খুচরা ব্যবসায়ীরা পরিবার-পরিজন নিয়ে অসহায় হয়ে পড়বেন।সার বিতরণ ব্যবস্থা ব্যাহত হবে, কৃষকরা সঠিক সময়ে সার পাবেন না।শুধুমাত্র বি.সি.আই.সি ডিলারের মাধ্যমে সার বিতরণ হলে প্রান্তিক কৃষক ক্ষতিগ্রস্ত হবেন।
খুচরা ডিলাররা অনেক সময় কৃষকদের বাকিতে সার দিয়ে সহায়তা করেন—যা অন্য মাধ্যমে সম্ভব নয়।সার সংরক্ষণ, বিতরণ ও কৃষকের স্বার্থ রক্ষার্থে দোয়ারাবাজারের ৮১ জনসহ সারা দেশের খুচরা সার ডিলারদের লাইসেন্স বহাল রাখার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।
খুচরা ডিলাররা জানান, তাদের দাবি গ্রহণ না করা হলে তারা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০