সাত্তার সিকদার, লোহাগাড়া (চট্টগ্রাম), প্রতিনিধিঃ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত তিন হাজার পরিবারের লোকজন পাবে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খাদ্য সামগ্রী।
৯ আগষ্ট(বুধবার) দিন ব্যাপী প্রথম ধাপে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫শ পরিবারের কাছে তারেক রহমানের পক্ষে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান( মুজিব চেয়ারম্যান)।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান( মুজিব চেয়ারম্যান) বলেন,সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশে প্রথম ধাপে ৫শ পরিবারের কাছে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ধারাবাহিক ভাবে ষ তিন হাজার পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। সাতকানিয়া-লোহাগড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পাশে দাড়ানোর জন্য রাজনীতিনীদ ও ব্যাবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ত্রাণ বিতরণকালে উপজেলা বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০