
ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা রোহিঙ্গাসহ৬৬জনকে উদ্ধার করেছে পুলিশ।এসময়০৪রাউন্ড রাইফেলের গুলি,একটি রামদা ও একটি কিরিচসহ মানব পাচারে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।
রবিবার(২৯ডিসেম্বর)ভোরে বাহারছড়া ইউনিয়নের কচ্চপিয়া কবরস্থান সংলগ্ন পাহাড়ের উপর আব্দুল আমিনের অস্থায়ী তাবু ঘর থেকে তাদের উদ্ধার করা হয়।উদ্ধারের মধ্যে ৬১জন রোহিঙ্গা,৫জন বাংলাদেশি।এদের মধ্যে১৮পুরুষ,১১নারী,৩৭শিশু রয়েছে।
আটককৃত দালালরা হলেন,টেকনাফ পৌরসভার শিলবনিয়া পাড়ার আঃশুক্কুরের ছেলে রাশেদ (২৫),বাহারছড়া ইউপি কচ্চপিয়া এলাকার সুলতান আহাম্মদের ছেলে সালেহ আহাম্মদ (৩৫)তার সহোদর নুরুল কবির (২৭)একই এলাকার রশিদ আহাম্মদের ছেলে সৈয়দ আলম (২৪)ও চট্টগ্রাম জেলার গাছুয়া, ইমান আলী চৌকিদার বাড়ী-বর্তমানে শ্বশুড় বাড়ীরি সাবরাং ইউনিয়নের কোয়াইনছড়ি পাড়ার আবদুল গফুরের ছেলে কামরুল ইসলাম প্রকাশ মোঃ শিপন (৩২)।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মুহাম্মদ গিয়াস উদ্দিন।
ওসি গিয়াস উদ্দিন বলেন,রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া ইউনিয়নের কচ্চপিয়া কবরস্থান সংলগ্ন পাহাড়ের উপর সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের সদস্যরা আব্দুল আমিনের অস্থায়ী এক তাবু ঘরে সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কিছু লোককে জড়ো করেছে।এমন তথ্যে উপ পরিদর্শক বদিউল আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন লোক পালিয়ে যায়।পরে তাবু ঘরের ভেতর থেকে১৮জন পুরুষ,১১জন নারী,৩৭শিশু-জনসহ সর্বমোট ৬৬জন ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।ওই সময়০৪রাউন্ড রাইফেলের গুলি,একটি রামদা ও একটি কিরিচসহ মানব পাচারে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।
ভিকটিমদের জিজ্ঞেসাবাদে জানা যায়,আর্থ-সামাজিক অনগ্রসরতা ও পরিবেশগত অসহায়ত্বকে পুঁজি করে উন্নত জীবন-যাপন,অধিক বেতনে চাকুরী ও অবিবাহিত নারীদেরকে বিবাহের মিথ্যা প্রলোভন দেখাইয়া প্রতারণা পূর্বক ছল-চাতুরীর আশ্রয় নিয়া যৌন নিপীড়ন,প্রতারণামূলক বিবাহ ও জবরদস্তিমূলক শ্রমসেবা আদায় এর অভিপ্রায়ে ১০/১৫ দিন যাবৎ ধাপে ধাপে আসামীরা পরস্পর যোগসাজশে ভিকটিমদের ঘটনাস্থলে এনে মালয়েশিয়া পাচারের জন্য জোরপূর্বক আটক রাখে।
তিনি আরও বলেন,আটককৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
108 Views