
সততা, নৈতিকতা ও নিষ্ঠার সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে আসা দক্ষ চিকিৎসক ডা. মো. নজরুল ইসলাম সহকারী অধ্যাপক (মেডিসিন) পদে পদোন্নতি পেয়েছেন। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে আইএমও হিসেবে দায়িত্বে রয়েছেন।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পশ্চিম কান্দিগাঁও গ্রামে ১৯৮৬ সালের ১০ ডিসেম্বর এক মণিপুরী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ডা. নজরুল ইসলাম। পিতা রশিদ উদ্দিন ও মাতা নাজেরুন বিবির স্নেহ-লালনে বেড়ে ওঠা নজরুল শৈশব থেকেই ছিলেন মেধাবী ও মননশীল।
২০০৪-০৫ শিক্ষাবর্ষে তিনি কুমিল্লা মেডিকেল কলেজে ভর্তি হন এবং ২০১০ সালে এমবিবিএস পেশাগত পরীক্ষায় উত্তীর্ণ হন। পরের বছর একই প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ সম্পন্ন করেন। উচ্চতর শিক্ষার জন্য ২০১৩ সালে বিসিপিএস থেকে মেডিসিন বিষয়ে ২০২৩ সালে এফসিপিএস ডিগ্রি সম্পন্ন করেন।

পেশাগত জীবনের শুরুতে তিনি সেন্ট্রাল মেডিকেল কলেজ, কুমিল্লায় প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ৩২তম বিসিএস-এ উত্তীর্ণ হয়ে মেডিকেল অফিসার হিসেবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন। এরপর থেকেই তিনি সততা ও পেশাদারিত্বের সঙ্গে চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।
তার সাম্প্রতিক পদোন্নতির খবরে এলাকাবাসী, সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ-উল্লাস ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়ে। ডা. নজরুল ইসলামের চিকিৎসা ক্যারিয়ারে আরও সাফল্য, অগ্রগতি ও অবদান কামনা করেছেন সবাই।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০