স্টাফ রিপোর্টার: সমাজে নারীর অবদান প্রতিনিয়তই আমাদের অনুপ্রাণিত করে। তাঁদের প্রচেষ্টা, সাফল্য এবং সংগ্রামের গল্প আমাদের এগিয়ে যেতে সাহায্য করে। সম্প্রতি চকরিয়া হস্তশিল্প সংগঠনের সভাপতি জনাব শারমিন জান্নাত ফেন্সি “সমাজ উন্নয়ন অসামান্য অবদান রেখেছে যে নারী” ক্যাটাগরিতে জয়িতা পদকে ভূষিত হয়েছেন। এই অর্জন তাঁর কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং অবিচল মানসিকতার একটি মাইলফলক।
জয়িতা পদক প্রাপ্তির মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে, প্রতিকূল পরিস্থিতিতেও লক্ষ্যে পৌঁছানো সম্ভব। তাঁর এই অর্জন নারীদের ক্ষমতায়ন এবং তাঁদের সাফল্যের উদাহরণ হিসেবে কাজ করবে।
তাঁর প্রতি আমাদের শুভেচ্ছা এবং ভালোবাসা। এই সফলতার পথচলা যেন আরও দীর্ঘ হয় এবং তিনি আরও বড় উচ্চতায় পৌঁছাতে পারেন। তাঁর এই অর্জন আমাদের সকলের জন্য একটি অনুপ্রেরণা।