রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে সেই ভাইরাল স্বামী-স্ত্রীকে তারেক রহমানের নির্দেশক্রমে আর্থিক সহায়তা প্রদান করেন শেরপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
রবিবার( ১০ আগষ্ট) দুপুরে মাহমুদুল হক রুবেলের সহযোগিতায় উপজেলা মহিলা দলের মাধ্যমে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
শেরপুরের শ্রীবরদীতে অসুস্থ স্ত্রীকে নিজের বাড়ির উঠানে জীবিত কবর দেওয়ার চেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ভাইরাল হওয়ার পর চলছে তোলপাড়। অসুস্থ স্ত্রীকে বিশ বছরের সেবা করার প্রশংসনীয় কাজের সব এক ভিডিওতেই শেষ হয়ে যায় উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোসালপুর গ্রামের খলিলুর রহমানের।
শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৩ টার দিকে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল ভিডিও কলের মাধ্যমে খলিলুর রহমানের পরিবারকে আশ্বস্ত করেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আর্থিক সহযোগিতা করা হয়েছে এবং তা এই পর্যন্তই সীমাবদ্ধ থাকবে না বরং এর পরিধি সামনে আরো বাড়বে।
তিনি আরো বলেন, খলিলুর রহমান কে হতাশ না হতে। আগামীতে তিনি এবং তার দল সেই পরিবারের পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা মহিলা দলের সভাপতি উম্মে হাবিবা রিনা ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এখলাছুর রহমান লিটন ও সদর ইউনিয়ন বিএপির সাধারণ সম্পাদক আবু তাহের।
এছাড়াও উপজেলা ও কাকিলাকুড়া মহিলা দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০