রাকিবুল আওয়াল পাপুল,
শেরপুর জেলা প্রতিনিধি:
শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা আজ ১২ ফেব্রুয়ারি শেরপুর শহীদ মুক্তিযুদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতার উদ্বোধন ও পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও জেলা প্রশাসক সাহেলা আক্তার।
এসময় শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রেজুয়ান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত প্রমুখ।
প্রতিযোগিতায় দৌড়, দীর্ঘ লম্ফ, উচ্চ লম্ফ, বর্ষানিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টে দেড় শতাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করে।