সিফাতুল্লাহ,শিবগঞ্জ প্রতিনিধিঃ-
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সনাতন ধমালম্বীদের সবচেয়ে ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪ টার দিকে শিবগঞ্জ থানা অডিরিয়াম হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সদ্যআসা শিবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলমের সভাপত্বিতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ইকবাল হুসাইন, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আতিকুল ইসলাম, উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ সহ গণ্যমান্য সনাতন ধর্মালম্বীগণ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) বলেন, ধর্ম যার যার উৎসব সবার, জেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সরকারের দেয়া সময়ের মধ্যে প্রতিমা বির্সজন দিতে অনুরোধ করেন।
এসময় শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ তার সমাপনী বক্তব্যে বলেন, পূজা মন্ডপে কোনো ধরনের যেন মাদক সেবন না হয় এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
সভায় সনাতন ধর্মালম্বীরা জানান, আমাদের সবচেয়ে ধর্মীয় উৎসব হলো দূর্গাপূজা। আমরা চাই এ উৎসবে সকল ধর্মের মানুষ এক হয়ে পালন করি।
উল্লেখ্য, উপজেলায় ৩৫টি পূর্জা মন্ডবে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে ও প্রত্যেক পূর্জা মন্ডবে নিরাপত্তার জন্য পুলিশ ও আনসার বাহিনী মোতায়ন থাকবে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০