সোহাইবুল ইসলাম সোহাগ,
কন্ট্রিবিউটিং রিপোর্টার, কুমিল্লা।।
ছাত্র-শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের ঢলে পরিণত হয়েছিল প্রিয় শিক্ষক আলহাজ্ব নুরুল ইসলাম সুরুজ স্যারের জানাজা। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কালি বাজার উচ্চ বিদ্যালয়ের এই অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন এলাকার শিক্ষাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র।
শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টা ১০ মিনিটে কুমিল্লা টাওয়ার হাসপাতলে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের প্রথম জানাজার নামাজ বাদ জুমা কুমিল্লা নগরীর কান্দিরপাড় সোনালী জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় তার নিজ গ্রাম বাড়াইপুরে, এবং সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ৪ কন্যাসহ অসংখ্য গুণমুগ্ধ শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী এবং আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলা শিক্ষক সমিতি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, কুমিল্লা প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ গভীর শোক প্রকাশ করেছে।
সুরুজ স্যারের ছেলে মোস্তফা কামাল ও শাহজাহান জানান, “আমার বাবা হঠাৎ বাসায় অসুস্থ হয়ে পড়লে কুমিল্লা টাওয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার উন্নতি হলে শুক্রবার সকালে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। বাসায় নেওয়ার প্রস্তুতির মধ্যেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং আর সাড়া দেননি। মৃত্যুর আগেও তিনি ফজরের নামাজ আদায় করেছিলেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। সবার কাছে দোয়া চাই।”