
শিক্ষকদের ন্যায্য আন্দোলনের প্রতি দোয়ারাবাজারে শিক্ষার্থীদের সংহতি প্রকাশ।। স্মারক লিপি প্রদান
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
দেশব্যাপী এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে দোয়ারাবাজার উপজেলার দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার সুরমা ইউনিয়নের সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং বোগলা রোছমত আলী রাম সুন্দর স্কুল এন্ড কলেজ-এর শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এই সংহতি পত্র জমা দেন।
শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন, “শিক্ষকরা সমাজের আলোকবর্তিকা। তাদের ন্যায্য দাবি শুধু তাদের ব্যক্তিগত বিষয় নয়, বরং দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নের সাথেও সম্পর্কিত। শিক্ষক বাঁচলে শিক্ষা টিকে থাকবে, আর শিক্ষা টিকে থাকলেই বাংলাদেশ এগিয়ে যাবে।”
সংহতি পত্রে শিক্ষার্থীরা অনুরোধ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা যেন এই পত্রটি জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর প্রেরণ করেন, যাতে সরকার শিক্ষার্থীদের এই অবস্থান সম্পর্কে অবগত হয়।
এসময় উপস্থিত ছিলেন সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী তৌসিফ আহমদ, সাহেদ আহমদ,মো: অলি, ফাহাদ হোসেন, ইমন, এবং বোগলা রোছমত আলী রাম সুন্দর স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সজিব আহমদ, শ্রাবণ, মাহি, হিমেল, জিকরুল আলম, হৃদয় হোসেনসহ আরও অনেকে।
শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ কণ্ঠে উচ্চারণ করেন—
“শিক্ষক বাঁচুক, শিক্ষা টিকে থাকুক, বাংলাদেশ এগিয়ে যাক।”
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০