ঢাকাবুধবার , ৩ জুলাই ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

শার্শায় সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন ইউএনও নয়ন কুমার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১ জুলাই ২০২৪, ১১:৫০ অপরাহ্ণ

Link Copied!

আশরাফুল ইসলাম, যশোর প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলার সাধারণ জনগণের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী।

সরকারি সকল সুবিধা বাস্তবায়নসহ প্রশাসনিক সেবা দিয়ে সাধারণ মানুষকে ভালো রাখার জন্য দিনরাত কাজ করছেন তিনি। 

শার্শা‌‌ উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর থেকেই নিজের সততা আর মেধাকে কাজে লাগিয়ে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অসহায় মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে তিনি স্বীকৃতি লাভ করেছেন। 

ইউএনও নয়ন কুমার রাজবংশী বর্তমান কর্মস্থলে ২০২৩ ইং সালের ১১ ডিসেম্বর যোগদান করে খুব অল্প সময়ের মধ্যে স্থানীয় এমপি, চেয়ারম্যান, মেম্বার সহ সব শ্রেণি পেশার মানুষের সাথে নিজেকে মানিয়ে নিয়েছেন। 

সকলের সাথে সক্ষতা ও খোলামেলা আলোচনা সহ সাধারণ মানুষেরা নির্ভয়ে যেন তাদের মনের কথা বলতে পারে সেজন্য তিনি তার মেধা ও শ্রম দিয়ে মানুষের মনের ভিতরে জায়গা করে নিয়েছেন। 

যে কারণে সকল শ্রেণি পেশার ও সব বয়সী মানুষ বর্তমান নির্বাহী অফিসারের কাছ থেকে সুবিধা গ্রহণ করছেন। যা ইতোপূর্বে কোন নির্বাহী অফিসারের কাছ থেকে এমন সুবিধা গ্রহণ করতে পারিনি। 

সাধারণ মানুষের অনেকে জানান, বর্তমান নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী খুবই ভাল ও মিশুক প্রকৃতির। তার ব্যবহার ও কর্মদক্ষতা আমরা খুবই অভিভূত। এমন একজন নির্বাহী অফিসার আমাদের দরকার। যার কাছে আমরা নির্ভয়ে কথা বলতে ও না চাইতেই সকল সেবা ও সুযোগ সুবিধা পেতে পারি।

উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী বলেন, উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে দিনরাত  কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষদের কাছে প্রধানমন্ত্রীর বিভিন্ন মানবিক সহায়তা সঠিকভাবে পৌঁছে দিচ্ছি। 

সরকারি-বেসরকারি কাজ সঠিকভাবে হচ্ছে কিনা দেখভাল করা সহ মানুষের দোরগোড়ায় গিয়ে সেবা দিচ্ছি। প্রতিটি মানুষ যেন আমার কাছে নির্ভয়ে তাদের সমস্যা তুলে ধরতে পারে সে বিষয়ে  সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছি।

53 Views

আরও পড়ুন

অহংকার শুধুমাত্র আল্লাহরই সাজে

টেকনাফে টিসিবি’র পণ্য পেতে ভোক্তাদের দিতে হচ্ছে ৩২ লক্ষ টাকা!

স্বেচ্ছাশ্রমে ৫০০ শত ফুট লম্বা সাঁকো

জৈন্তাপুরে ৪ গরু চোর আটক।

গাইবান্ধায় যাত্রীবাহী বাস উল্টে মোটরসাইকেল আরোহী নিহত : আহত ১৫

কুতুবদিয়া দ্বীপ : পর্যট‌নের অপার সম্ভবনা

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ওসিসহ আহত তিন পুলিশ সদস্য।

ড্রাগ আগ্রাস‌নের কব‌লে তরুণ প্রজন্ম (চতূর্থ পর্ব)

পেনশন স্কিমের বিরুদ্ধে বুটেক্স কর্মকর্তা সমিতির অর্ধদিবস কর্মবিরতি 

ছাত্রলীগের সাধারণ সম্পাদকের প্রশ্নফাঁসের অভিযোগটি তদন্ত করা হবে: জবি উপাচার্য

শার্শার তথ্য আপা’র উঠান বৈঠক অনুষ্ঠিত

মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান কারাগারে, মুক্তির দাবিতে সড়ক অবরোধ, হরতালের ডাক।