মোঃ আবু সঈদ, স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শাম্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপি’র আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২ ঘটিকায় বিএনপি ও অঙ্গসংগঠনের তৃণমূলের নেতাকর্মীবৃন্দের আয়োজনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ বাজার চত্বরে
বিজয় মিছিল পরবর্তী আলোচনা সভায় শান্তিগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি ও উপজেলা আহবায়ক কমিটির সদস্য সলিব নুর বাচ্চু এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদল নেতা মোফাসির আহমদ রিয়াদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, উপজেলা বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ময়না, মোঃ জমিল মিয়া, আব্দুল ওয়াকিব, উপজেলা জাসাসের আহবায়ক নাজমুল ইসলাম, এয়ারপোর্ট থানা শ্রমিকদলের যুগ্ম আহবায়ক শাহানুর মিয়া, উপজেলা বিএনপি নেতা মোঃ ফারুক আহমেদ, মোঃ আব্দুল লতিফ, মোঃ ফখরুজ্জামান, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি মুরশেদ আহমদ হৃদয়, উপজেলা ছাত্রদল নেতা নাইমুর রহমান রেজুয়ান, তাকিন মিয়া,নাঈম আহমদ ও জাহেদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।