ঢাকামঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

শাপলাপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৪, ৭:৪৯ অপরাহ্ণ

Link Copied!

আবুল কাশেম-মহেশখালী।

আজ ১৭ সেপ্টেম্বর রোজ:মঙ্গলবার বেলা ১:১০টায় শাপলাপুর বড় বাজারে প্রাক্তন ছাত্রদের মানববন্ধন ও বর্তমান শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে।

শিক্ষার্থীদের দাবী শাপলাপুর উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক সুচিত্র পাল চৌধুরীকে পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে আনতে হবে।
তাদের দাবি প্রিয় শিক্ষককে বাধ্য করে স্কুল থেকে বিতাড়িত করা হয়েছে,তারা পুনরায় শিক্ষকের পদে বহাল দেখতে চায়।

শিক্ষক সুচিত্র পালের সাথে কথা বলে জানা যায়,তিনি ১৯৯৫ সালের ২রা জুলাই নিয়োগ পত্র হাতে পেয়ে ৩রা জুলাই অত্র প্রতিষ্ঠানে যোগদান করেন,একাধারে তিনি ২০০৪ সাল পর্যন্ত শিক্ষকতা করেন,
তিনি ছিলেন একজন ক্রিড়া বান্ধব শিক্ষক, নিয়মিত ছেলেদের খেলাধুলা শেখাতেন, ফলে তিনি হয়ে উঠেন আরো জনপ্রিয়,
একদিন খেলার মাঠে একটি ঘটনা ঘটে যায়,ফলে তাকে স্কুল ছেড়ে চলে যেতে হয়,পরে তিনি টেকনাফ ও কুতুবজোম স্কুলে চাকরি করেন।
২০১১ সালের ডিসেম্বর মাসে তাকে পুনরায় শাপলাপুর উচ্চ বিদ্যালয়ে ফিরে আনা হয়। একাধারে তিনি ২০২৩ সালের ২১আগষ্ট পর্যন্ত শিক্ষকতা করেন।

ছাত্রদের দাবি হলো-প্রবীণ দক্ষ ও জনপ্রিয় একজন শিক্ষককে এভাবে বিদায় দেওয়াকে আমরা কিছুতেই মেনে নিতে পারছিনা,আমরা আমাদের শিক্ষককে স্বসম্মানে ফিরিয়ে আনতে চাই,এক্ষেত্রে আইনি সকল প্রক্রিয়া প্রধান শিক্ষক ও উপজেলা নির্বাহী অফিসারকে করতে হবে।

উল্লেখ যে,বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলমের বিদায় হলে, প্রধান শিক্ষকের পদ শূণ্য হয়,শাপলাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট আব্দুল খালেক চৌধুরী স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ায়,তিনি নিজেই সুচিত্র পালকে প্রধান শিক্ষক হওয়ার প্রস্তাব দেন,
তখন তার প্রসেসিং বাবৎ খরচ বহন করার মত টাকা ছিল না, তিনি চেয়ারম্যান সাহেবকে এটাও বলেছিল যে,আমি সহকারী প্রধান না হয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব নিতে পারব না,কেননা আমি এর যোগ্য নই,
পরে মঞ্জুরুল আলমকে প্রধান শিক্ষক করে, সহকারী প্রধান করেন সরওয়ার কামালকে,তিনি এর আগে শাপলাপুর ইসলামীয়া আলিম মাদ্রাসার গণিত শিক্ষক ছিলেন।

জনাব সুচিত্র পাল চৌধুরী আরো বলেন,২০২৩ সালের এসএসসি পরীক্ষায় (মাতারবাড়ী হল)উল্লেখযোগ্য পরিমাণ ছাত্র ফেল করে,ফলে দোষ চাপানো হয় আমার উপর। অথচ-৯ম শ্রেণিতে আমাকে ক্লাস দেওয়া হয়না,১০ম শ্রেণিতে এসে সময় পাই ৬ মাস প্রায়, এই স্বল্প সময় দিয়ে আমি শিক্ষার্থীদের যতটুকুন পারি চেষ্টা করি আমি আসার পর থেকে স্কুলের রেজাল্ট বছর বছর উন্নতি হয়েছে,২টা সেকশন থেকে আমাকে দেওয়া হয়েছে আ সেকশন অথচ ফেল করেছে ব সেকশনে বেশি, তবুও আমার উপর দোষ চাপানো হয়।

এতে মানসিক ভাবে প্রচন্ড আঘাত পেলাম, শরীরে এলার্জি এবং মাথা ব্যাথার জন্য চিকিৎসকের কাছে গিয়েছিলাম,ইতিমধ্যেই ২০তারিখ ছুটি চাওয়া হয়েছে,২১তারিখ প্রধান শিক্ষকের পক্ষ থেকে পদত্যাগ পত্র জমাদিতে বলা হয়, পরে দুলাল সাহেব (চেয়ারম্যান এর ফুপাতো ভাই এবং এ বিদ্যালয়ের প্যারা শিক্ষক এসএসসি পাস )ফোন করে রিজাইন লেটার দিতে বলে।
রিজাইন লেটার লিখে মোবাইলে পাঠানো হয়,

তিনি বলেন আমি সিদ্ধান্ত নিয়েছি “আর শিক্ষকতা করব না”
শিক্ষকতা মহৎ পেশা হওয়া সত্বেও যেহেতু বার বার লাঞ্চিত হতে হয় এটা খুব খারাপ লাগে, বর্তমানে অনেক প্রতিষ্ঠানে আমাকে ডাকলেও আমি যাচ্ছি না,ছোট খাট ব্যবসা এবং কিছু ছাত্র পাড়াই যা দিয়ে কোন রকম জীবন চলে।

ছাত্ররা আমার জন্য মানববন্ধন করেছে, আমার ছাত্রদের এ আবদার কিছুতেই অগ্রাহ্য করতে পারব না,
২২ বছর বয়সে চাকরী শুরু করেছি আর বাকী ৪/৫ বছর আছে, তা সম্মানের সহিত শেষ করতে পারলে ভালো লাগবে।
প্রধান শিক্ষক মঞ্জুরুল আলমকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে, তিনি বলেন ছাত্ররা জনাব সুচিত্র পাল চৌধুরীকে চাচ্ছেন এবং তিনিও আসতে একমত।

আইনি বাঁধা কোথায়? জিজ্ঞেস করা হলে তিনি বলেন উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।
সুচিত্র পাল বলেন, ছাত্ররা ইউএনও বরাবর গিয়েছিল, আমাকে একটা আবেদন করতে বলে,ফলে আবেদন কপি একাডেমিক সুপার ভাইজারের হাতে দেওয়া হয়।
আশা করছি ছাত্রদের আবদার রক্ষার্থে প্রথমে আমি ইউএনও মহোদয় এবং স্কুল কর্তৃপক্ষ আন্তরিক হলে এটা অসম্ভব কিছু না।
স্কুলের অন্য কয়েকজন শিক্ষককে জিজ্ঞেস করা হলে, তারা বলেন আসলে তার উপর যা করা হয়েছে সব অন্যায়,তিনি একজন ভালো শিক্ষক, প্রতিষ্ঠানে আসলে ছাত্রদের অনেক উপকার হবে।
মানববন্ধন শেষে শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়,তারাও সুচিত্র পাল স্যারকে আবার চায়।
না হয় তাদের দাবি আরো জোরদার করবে বলে ঘোষনা দেন।

1,449 Views

আরও পড়ুন

শান্তিগঞ্জের জয়কলসে বিএনপির কর্মীসভা

শান্তিগঞ্জে সিলেট-সুনামগঞ্জ সড়কে সংকেতহীন স্পিড ব্রেকার,দূর্ঘটনার আশঙ্কা

বুটেক্স শিক্ষার্থীদের উপর ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের হামলা, আহত অর্ধ শতাধিক

পাঠকের অনুভূতিতে ❝কলিজার আধখান❞

অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে বিএনপি সন্দেহ করছে–ড. হুমায়ুন কবির

বিশ্বরূপ চন্দ্র বিশ্বাসের কবিতা:- হাসি

শান্তিগঞ্জে জমিয়তের গণসংবর্ধনা ও কাউন্সিল শুক্রবার

শান্তিগঞ্জে জমিয়তের গণ সমাবেশ সফল করার লক্ষে সংবাদ সম্মেলন

আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের র‌্যালি ও আলোচনা সভা

দোয়ারাবাজারে এফআইভিডিবি’র স্বাস্থ্য সামগ্রী বিতরণ

বোয়ালখালীর নব যোগদানকৃত শিক্ষা অফিসার হারুন উর রশীদকে বরণ