মোঃ আবু সঈদ, স্টাফ রিপোটারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত এই বিদায় অনুষ্ঠানে শান্তিগঞ্জ কিন্ডার গার্টেনের ম্যানেজিং কমিটির সভাপতি ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হকের সভাপতিত্বে এবং শান্তিগঞ্জ কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক জাফর আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, আব্দুল মজিদ কলেজের প্রভাষক কবির মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মাজিদুল হক ওহি ও তানভীর আহমদ,তন্নী আক্তার সহ আরও অনেকে৷