স্টাফ রিপোটারঃ
শান্তিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১শত পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলীর দিক নির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে থানা এলাকা থেকে ১শত পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে পুলিশ৷ গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার রায়পুর গ্রামের মৃত বুরহান উদ্দিনের পুত্র মো. সাহাব উদ্দিন (৪৫)।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী বলেন, ১শত পিস ইয়াবা ও নগদ ১ হাজার ৩০ টাকাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।