স্টাফ রিপোর্টারঃ
“কৃষক বাঁচলে দেশ বাঁচবে” এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে “হাওর বাঁচাও আন্দোলন” শান্তিগঞ্জ উপজেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন।
শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় উপজেলার শান্তিগঞ্জ বাজার দলিল লেখক সেডে ‘হাওর বাঁচাও আন্দোলন” শান্তিগঞ্জ উপজেলা কমিটির আয়োজনে সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি, সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র আহবায়ক হাজী মোঃ জালাল উদ্দিন এর সভাপতিত্বে এবং উপজেলা কমিটির সহ সভাপতি, পদ্মার নির্বাহী পরিচালক মোঃ সাজ্জাদুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ আবু সঈদ এর যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক সুনামকন্ঠ সম্পাদক বিজন সেন রায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল,
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, অর্থ সম্পাদক মোঃ জিয়া উদ্দিন,শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোঃ ইলিয়াস মিয়া,পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আওলাদ হোসেন,উপজেলা জমিয়ত এর নির্বাহী সভাপতি মাওলানা খলিলুর রহমান, বেসরকারী সংস্হা আরডিএস এর নির্বাহী পরিচালক মোঃ নাজিম উদ্দিন,সদস্য রাজন চন্দ্র দেব ও আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম।
উন্মুক্ত আলোচনায় আরো বক্তব্য রাখেন মোঃ সিতু মিয়া, আজমল হোসাইন,শাহিন মিয়া, ইলিয়াছ আহমদ, মোঃ তাজুদ আলী,ফখরুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, হাওরের প্রাণপ্রবাহ রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বাঁধ নির্মাণে দুর্নীতি-অব্যবস্থাপনা বন্ধ করে টেকসই পরিকল্পনা গ্রহণে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। হাওরের মৎস্য সম্পদ রক্ষায় কঠোরভাবে ইজারা আইন প্রয়োগ করে অভিযান পরিচালনার জোর দাবি জানান।
আলোচনা সভা শেষে দ্বিতীয় অধিবেশনে
সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল এর সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে মোঃ আবু সঈদকে সভাপতি ও মোঃ নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি মোঃ আওলাদ হোসেন,সহ সভাপতি মাওলানা খলিলুর রহমান,সহ সাধারণ সম্পাদক মোঃ সিতু মিয়া ও সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন। আগামী সাত দিনের মধ্যে ২১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুস শহিদ,ইউপি সদস্য আতিকুর রহমান, জামায়াত প্রতিনিধি নাজমুল হক, সারোয়ার হোসেন লাহিম, মোহাম্মদ আলী চৌধুরী,
মোস্তাকিম মিয়া,জাকারিয়া হোসাইন, মোছা রিভা আক্তার,জহিরুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কৃষক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।