স্টাফ রিপোর্টারঃ
মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরচালকদল শান্তিগঞ্জ উপজেলা শাখা ও পাথারিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে র্যালী, পথসভা, শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬শে মার্চ) উপজেলার গনিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয় হলরুমে ৭নং ওয়ার্ড শাখার সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ ক্রীড়া সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এটি এম হেলাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় মোটরচালক দলের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা সভাপতি মোঃ নজরুল ইসলাম, জেলা মোটরচালক দলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জাহেদুর রহমান।
এছাড়া আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রাব্বানী, উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এইচ এম নাছির উদ্দীন, জেলা মোটরচালক দলের সদস্য ফখরুল ইসলাম নুনু, উপজেলা মোটরচালক দলের সদস্য আলম হোসেন, জহিরুল ইসলাম, মুকিত, তাজির, আব্দুল আউয়াল, নুরুল ইসলাম, রুকুন উদ্দিন, হেলাল আহমেদ, মোকাব্বির হোসেন, মোস্তাক আহমদ , হারুন মিয়া , জলিল মিয়া, মুজিব মিয়া ও জমিয়ত নেতা মাওলানা কবির আহমদ খান সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০