স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।
উপজেলা পূজা উদযাপন পরিষদ ও উপজেলা প্রশাসন জানিয়েছে, এ বছর ২১ টি পূজামন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। গত বছর পূজামণ্ডপের সংখ্যা ছিল ২৩ টি। গ্রাম্য কলহের কারণে বিগত বছর পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন ও পাথারিয়া ইউনিয়নের নগর গ্রামে ২ টি পূজামন্ডপ পৃথক ছিল। নিজেদের মধ্যে কলহ নিরসন কল্পে ২ টি পূজামন্ডপ কমেছে।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের শান্তিগঞ্জ উপজেলা শাখার আহবায়ক রঞ্জিত সূত্রধর বলেন,আজ ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আমরা আশাবাদী, অন্যান্য বছরের তুলনায় এ বছর আমাদের উৎসব আরো আনন্দময় হবে। আইনশৃংখলা পরিস্হিতি ভালো রয়েছে। আমরা আশাবাদী আনন্দমূখর পরিবেশে আমাদের উৎসবটি সম্পন্ন হবে।
উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা বলেন,
গতকাল থেকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। মূল উৎসব আজ থেকে শুরু হচ্ছে। সামগ্রিক সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা আশাবাদী নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পূজা উৎসবটি সম্পন্ন হবে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে। বিভিন্ন পূজামন্ডপে বিভিন্ন বাহিনীর মোবাইল নম্বর পৌঁছে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে সকলকে অনুরোধ জানানো হয়েছে, আমরা সকলে মিলে সুন্দরভাবে পূজা উৎসব উদযাপন করব। তিনি শান্তিগঞ্জ উপজেলাবাসী সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০