মোঃ আবু সঈদ, স্টাফ রিপোটারঃ
সুনামগঞ্জ শান্তিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার পাথারিয়া ইউনিয়নের দিরাই-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের নগর এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত নারী নগর গ্রামের মৃত সুবল দাসের স্ত্রী গীতা রানী দাস (৬৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে দিরাই-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের নগর এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল ঐ নারীকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন৷ চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷
ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী বলেন, নগর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০