স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ২০২৪-২০২৫ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ও বজ্রপাতে নিহত পরিবারগুলোকে জি আর ক্যাশ (নগদ অর্থ) সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (৪ জুন) দুপুর ১২ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলা প্রকল্প অফিস এর আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে উপকারভোগীদের মধ্যে নগদ অর্থের চেক হস্তান্তর করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।
মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২৩ টি পরিবার ও বজ্রপাতে নিহত ১ টি পরিবারকে এ প্রকল্পের আওতায় প্রত্যেক পরিবারের প্রতিনিধির নিকট ২০,০০০/= (বিশ হাজার) টাকার এ চেক হস্তান্তর করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাছান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রব, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ ও প্রকল্প অফিসের সহকারী হরিপদ দাস সহ সকল উপকারভোগীবৃন্দ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০