মোঃ আবু সঈদ, স্টাফ রিপোর্টারঃ
শান্তিগঞ্জে মাইক্রোবাস শ্রমিক কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোঃ শাহ আলম এবং সম্পাদক পদে মোঃ আবদাল হোসেন নির্বাচিত হয়েছেন।
দিনব্যাপী ভোটগ্রহণ ও গণনা শেষে সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস-কোচ- মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির সভাপতি ও উক্ত নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মোঃ বোরহান উদ্দিন উক্ত নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।
“ভোট চাই ভোটারের,দোয়া চাই সকলের” এই শ্লোগানকে সামনে রেখে দীর্ঘ প্রচার- প্রচারণার পর (২২ মে ২০২৫) বৃহস্পতিবার শান্তিগঞ্জ বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সকাল ৮ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সুনামগঞ্জের শান্তিগঞ্জে জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৮৬৬ এর অন্তর্ভুক্ত নির্বাচনে ২০২৫-২০২৮ ত্রি-বার্ষিক নির্বাচনে শান্তিগঞ্জ মাইক্রোবাস শ্রমিক পরিচালনা কমিটির ৪ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটির ৩ টি পদে একের অধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হন। অপর ৪ টি পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৭৮ এর মধ্যে প্রাপ্ত ভোটের সংখ্যা ৭৩।
নির্বাচনে সভাপতি পদে আনারস প্রতীকে ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ শাহ আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ গোলজার হোসেন শামীম মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ২৬ ভোট। সাধারণ সম্পাদক পদে চেয়ার প্রতীকে ৪৩ ভোট পেয়ে মোঃ আবদাল হোসেন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জসীম উদ্দিন তুরন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩০ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে কলস প্রতীকে ৪৮ ভোট পেয়ে সজিব আহমদ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুয়েল আহমদ ডাব প্রতীকে পেয়েছেন ২৪ ভোট এবং কোষাধ্যক্ষ পদে হরিণ প্রতীকে ৪৩ ভোট পেয়ে কুহিনুর মিয়া নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান মিজান মাছ প্রতীকে পেয়েছেন ৩০ ভোট। যারা বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন, তারা হলেন সভাপতি পদে এমরান আহমদ, সহ সম্পাদক পদে নাঈম আহমদ ও সদস্য পদে কামাল উদ্দিন।
দিনব্যাপী শান্তশিষ্ট ও সুশৃঙ্খল ভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।