মোঃ আবু সঈদ,স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের একাধিক স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী দামোধরতপী পয়েন্ট থেকে পঞ্চগ্রাম পয়েন্ট, ডাবর পয়েন্ট এবং সর্বশেষ পাগলা বাজার পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা।
এটি সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ৪৮ কিলোমিটার অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ সংক্রান্ত প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় এই অভিযানে সহস্রাধিক দোকানপাট ও বসতঘর উচ্ছেদ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা বলেন, “সরকারি জায়গা দখল করে যারা অবৈধ স্থাপনা গড়ে তুলছে, তাদের জন্য এটি সতর্কবার্তা। ভবিষ্যতে কেউ দখল করলে উচ্ছেদসহ জরিমানাও করা হবে।”
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০