মোঃ আবু সঈদ, স্টাফ রিপোটারঃ
‘নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে শান্তিগঞ্জে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে র্যালি পরবর্তী আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা হাসান সাঈদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন, ওসি তদন্ত ইরফানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিসুর রহমান, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লব, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক ও সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ প্রমুখ।
আলোচনা সভার পর জয়িতা অন্মেষনে বাংলাদেশ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়ীতাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।