স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে শিমুলবাক, পাথারিয়া ও জয়কলস ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের মাঠে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি সৈয়দ আকিকুর রহমান’র সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক হোসাইন আহমদ ও মাষ্টার নজিবুর রহমানের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের দুইবারের উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ফারুক আহমেদ, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন, জেলা আহবায়ক কমিটির সদস্য নুর আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী মটর চালক দল সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম রাজু, শান্তিগঞ্জ উপজেলা আহবায়ক কমিটির আহবায়ক হাজী জালাল উদ্দিন, যুগ্ন আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান রওশন খান সাগর ও উপজেলা আহবায়ক কমিটির সদস্য আবদাল মিয়া প্রমুখ।
সবার শেষে ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন সাংবাদিক কাজী জমিরুল ইসলাম মমতাজ।