A EC_0 1.2.67 Primo_S8_Mini_V03_07042022 FINGERPRINT: Walton/primo_s8_mini/primo_s8_mini:11/RKQ1.201105.002/Primo_S8_Mini_V03_15032022:user/release-keys HARDWARE: qcom HOST: vsm-build-svr01-pp ID: RKQ1.201105.002 IS_DEBUGGABLE: false IS_EMULATOR: false MANUFACTURER: walton MODEL: Primo S8 mini PERMISSIONS_REVIEW_REQUIRED: true PRODUCT: primo_s8_mini TAGS: release-keys TIME: 1649299927000 TYPE: user UNKNOWN: unknown USER: vsmart
স্টাফ রিপোর্টারঃ
গোল্ডকাপ ট্রফির মোড়ক উন্মোচনের পর এবার শুভ উদ্বোধন হলো শান্তিগঞ্জ উপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্ভোধনী ম্যাচ।
শুক্রবার (১৫ আগস্ট) বিকাল সাড়ে ৩ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা মডেল হাইস্কুল এন্ড কলেজের মাঠে দর্শকদের উপচে পড়া সমাগমে উদ্বোধনী ম্যাচে দরগাপাশা ইউনিয়ন ফুটবল টিম বনাম শিমুলবাক ইউনিয়ন ফুটবল টিমের আকর্ষণীয় ফুটবল ম্যাচের শুভ উদ্ভোধন হয়।
শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে তরুণদের হৃদয়ে তারুণ্যের জাগরণে একঝাঁক ফুটবল প্রেমীদের জাঁকজমক পূর্ণ পরিবেশে শান্তিগঞ্জ উপজেলায় ইউনিয়ন কাপ ফুটবল টুনামেন্ট’র শুভ উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ফারুক আহমেদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি আনছার উদ্দিন, শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আকরাম আলী,
পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার,পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ আবু খালেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্ধীপ বিশ্বাস,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী,পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্হাপক নীতিশ চন্দ্র বর্মন, মাধ্যমিক সহকারী শিক্ষক মৃদুল চন্দ্র তালুকদার, প্রাথমিক প্রধান শিক্ষক আশিষ চক্রবর্ত্তী, বিএনপি নেতা আকিকুর রহমান আকিক,পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ সহ উপজেলা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের লোকজন, জন প্রতিনিধি সাংবাদিকবৃন্দ ও ফুটবল প্রেমী দর্শকবৃন্দ।
উল্লেখ্য যে, উপজেলা ফুটবল টুনামেন্ট-২০২৫ উপলক্ষে গত ৬ আগস্ট বর্ণিল আয়োজনে উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে গোল্ডকাপ ট্রফির মোড়ক উন্মোচন করা হয়।