মোঃ আবু সঈদ, স্টাফ রিপোটারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার কৃষকদের নিয়ে বোরো ফসল রক্ষার্থে পাউবোর অধীনে ত্রুটিপূর্ণ বাঁধ নির্মাণ ও ক্লোজার (ভাঙ্গা) বন্ধকরণ ও মেরামতের জন্য শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড পিআইসি কমিটি গঠনের জন্য উপজেলায় কৃষকদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার দেখার হাওরের আস্তমার বাঁধে পিআইসি কমিটি গঠনের লক্ষ্যে জয়কলস ইউনিয়নের কৃষকদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি সুকান্ত সাহা।
শান্তিগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা পাউবোর উপ-সহকারী প্রকৌশলী(এসও) মমিন মিয়ার পরিচালনায় গণশুনানিতে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, কৃষি কর্মকর্তা আহসান হাবিব, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদ, সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক ও সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ সহ আরও অনেকে।