মোঃ আবু সঈদ, স্টাফ রিপোটারঃ
শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মহি উদ্দিন মহিমের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবের আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় শান্তিগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এই স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।
শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল হকের সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য রাখেন শান্তিগঞ্জ থানার ওসি তদন্ত ইরফানুর রহমান,পর্তগাল প্রবাসী এম ডি টিপু সুলতান রুয়েল , নোঃ আবুল কালাম,শান্তিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, তথ্য ও গবেষণা সম্পাদক মান্নার মিয়া, সদস্য শাহনূর সুলতান, সাংবাদিক দিলিপ কুমার দাস, মরহুম সাংবাদিক মহিমের বড় ভাই সাবেক পুলিশ সদস্য জসিম উদ্দিন ও কবির উদ্দিনসহ প্রমুখ।
আলোচনা সভার পর মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শান্তিগঞ্জ বাজার মসজিদের ইমাম হাফেজ মাওলানা জিয়াউর রহমান।