শান্তিগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সেমিনার
মোঃ আবু সঈদ,স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে'বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ)' প্রকল্পের অবহিতকরণ সেমিনার
অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ মে) সকাল ১১ ঘটিকায় উপজেলা সমাজসেবা কার্যালয় শান্তিগঞ্জ এর আয়োজনে ও বাস্তবায়নে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শান্তিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক সুচিত্রা রায়।
সেমিনারে ওসমানী নগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়ত্রী দত্ত এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক একে এম আজাদ ভূঁইয়া।
এসময় সেমিনারে আরো উপস্থিত ছিলেন পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্ধীপ বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, শান্তিগঞ্জ থানা প্রতিনিধি এস আই নোবেল সরকার,শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ, সমাজকর্মী হিল্লোল পুরকায়স্হ সহ উপজেলার বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি বৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের লোকজন ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।
সেমিনারে বক্তারা বলেন,সমাজসেবা অধিদপ্তর সমাজের নানামূখী সেবামূলক কাজ করে থাকে। সমাজের কোন একটি পেশার মানুষকে বাদ দিয়ে জীবনমান উন্নয়ন সম্ভব নয়। তাদের কর্মসংস্হানের সুবিধার্থে ক্ষুদ্র ও কুঠিরশিল্প গুলোকে ধরে রাখতে বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাদেরকে অবহেলার চোখে না দেখে বিভিন্ন ভ্রাতা ও আর্থিক সহযোগিতা প্রদান করে কর্মসংস্হানের সুযোগ তৈরি করে দিতে হবে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০