স্টাফ রিপোর্টারঃ
শান্তিগঞ্জে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ই মার্চ ) দুপুরে উপজেলা ব্রাক অফিস হলরুমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে শান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের সভাপতি বিশ্বজিৎ তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিভিন্ন সচেতনতামূলক বিষয়ক আলোকপাত করেন জেলা এম আর এস সি কো-অর্ডিনেটর মোঃ নজরুল ইসলাম।
ত্রৈমাসিক সভায় উপস্হিত ছিলেন প্রকল্পটির শান্তিগঞ্জ উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার স্বপ্না বেগম, উপজেলা প্রবাসবন্ধু ফোরামের সহ-সভাপতি মাহবুব ইসলাম, তথ্য ও প্রচার সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান, সদস্য শাহিন আহমদ, প্রদিপ কুমার দাশ, লিটন মিয়া,স্বাধীন আহমদ চৌধুরী, আজিজুল হক আজিজ, অসীম সুত্রধর, রাহেলা বেগম, কবিতা দাশ, শিবলী বেগম ও হাওয়ারুন নেছা প্রমুখ ।