শান্তিগঞ্জে পূজামন্ডপ পরিদর্শনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী কয়ছর এম আহমদ
মোঃ আবু সঈদ, স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ-০৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে "বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য বিএনপি'র তিনবারের সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে কয়ছর এম আহমদ বলেন,
আমাদের মধ্যে কোন ভেদাভেদ নাই। আমাদের পরিচয় একটাই আমরা সবাই বাংলাদেশী, আমরা সবাই মানুষ। আমরা চাই আপনারা সবসময় এইভাবে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করুন। দীর্ঘদিন পরে আমরাও আপনাদের পূজামন্ডপে আসতে পেরেছি। আপনাদের আনন্দ দেখে আমাদেরও আনন্দ লাগতেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় আপনাদের পাশে ছিল এবং পাশে থাকবে। বিএনপি সব সময় সবাইকে সমান দৃষ্টিতে দেখে। দীর্ঘদিন পর আগামীতে অন্তবর্তীকালীন সরকারের অধীনে একটি নির্বাচন হবে। নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন এবং আগামীতে নির্বাচিত সরকারের আমলে আরো আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করবেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের অষ্টগ্রাম জয়কলস কালী মন্দির পূজামন্ডপ পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি আনছার উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস সোবহান,মোঃ নুর আলী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন, জগন্নাথপুর উপজেলা বিএনপি'র আহবায়ক মোঃ মুকিত মিয়া,শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও দরগাপাশা ইউপি'র সাবেক চেয়ারম্যান হাজী মোঃ জালাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক ও দরগাপাশা ইউপি'র সাবেক চেয়ারম্যান রওশন খান সাগর, জগন্নাথপুর উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান,শান্তিগঞ্জ উপজেলা আহবায়ক কমিটির সদস্য মহির উদ্দিন, জিয়াউল হক, জয়কলস ইউনিয়ন বিএনপি'র আহবায়ক কমিটির সভাপতি ইলিয়াস মিয়া, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপি'র আহবায়ক আওলাদ হোসেন, উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ আলী, উপজেলা যুবদল নেতা ও শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী, জয়কলস ইউনিয়ন আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান রুবেল,উপজেলা যুবদল নেতা শহিদুল ইসলাম ও সৈয়দ আলম।
এসময় আরো উপস্থিত ছিলেন জয়কলস পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক
সহ বিএনপি নেতৃবৃন্দ ও পূজা উদযাপনকারী ভক্তবৃন্দ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০