ঢাকাশুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ
  3. সারা বাংলা

শান্তিগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষে গুরুতর আহত-৫ জন: এক শিশুর হাত দ্বিখন্ডিত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৬ অক্টোবর ২০২৫, ১১:২৭ অপরাহ্ণ

Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহা সড়কের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্স এর উজানীগাঁও কাজী বাড়ীর সংলগ্ন সামনের সড়কে পিকআপ ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে চালক সহ ৬ জন গুরুতর আহত এবং এক শিশুর হাত দ্বিখন্ডিত হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার(৬ অক্টোবর) দিবাগত রাত ৮টায় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্স এর উজানীগাঁও কাজী বাড়ী সংলগ্ন সড়কের পশ্চিম পার্শ্বে সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসের সামনে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার আত্মীয়ের বাড়ী থেকে বিয়ের দাওয়াত খেয়ে একটি যাত্রীবাহি সিএনজি অটোরিক্সা (সিলেট-থ-১২-১১৫০) যোগে সিলেটের শেখ ঘাটের কলাপাড়া এলাকায় ফেরার পথে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্স সংলগ্ন সড়কের পশ্চিম পার্শ্বে সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসের সামনে সিএনজি অটোরিক্সা গাড়ীটি পৌছলে সুনামগঞ্জগামী একটি ফিড বোঝাই পিকআপ গাড়ী ( ঢাকা মেট্রো-ন-১৬-৬১১২) ওভারটেকিং করতে গিয়ে সিলেটগামী সিএনজি অটোরিক্সাকে স্বজোড়ে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিক্সা দুমড়ে মুচড়ে রাস্তার উত্তর পাশে পড়ে গিয়ে সিএনজি অটোরিক্সাতে থাকা চালক সহ ৫ যাত্রী গুরুতর আহত হন এবং একজনের হাত দ্বিখন্ডিত হয়ে যায়। গুরুতর আহতরা হলেন সিলেটের শেখঘাট কলাপাড়া এলাকার সিএনজি অটোরিক্সা চালক চালক বিদ্যা মিয়া (৩০), যাত্রী হোসাইন আহমদ তানভীর(১২), বিল্লাল হোসেন (৩৯), মুন্নি বেগম (২৮)। সড়ক দুর্ঘটনায় হোসাইন আহমদ তানভীরের বাম হাত দ্বিখন্ডিত হয়ে যায়। তাৎক্ষনিক অন্যান্য আহতদের নাম জানা যায়নি। এসময় আশপাশ হইতে লোকজন এসে গুরুতর আহতদেরকে উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দুর্ঘটনার পরপর পিকআপ গাড়ী চালক ও হেলপার গাড়ী রাস্তায় রেখে পালিয়ে যায়। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসেন।

শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার সৈকত দাস জানান, দুর্ঘটনায় আহতদেরকে দ্রুত সময়ের মধ্যে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনায় দিখন্ডিত হওয়া হাত ভাল ভাবে ব্যান্ডেজ করে দেয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে হাত জোড়া লাগানো সম্ভাবনা রয়েছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপর আমি সহ আমার ফোর্সদের নিয়ে ঘটনাস্থলে এসেছি এবং পিকআপ গাড়ীকে আটক করা হয়েছে। পিকআপ চালক পালিয়ে গেছে। তিনি আরও জানানা শান্তিগঞ্জ হাসপাতালে আহত রোগীদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং ওসমানীতে রেফার্ড করা হয়েছে।

আরও পড়ুন

আওমীলীগের বিরুদ্ধে যত মামলা আছে সব আমরা তুলে নেব : মির্জা ফখরুল

বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জনের অর্থদণ্ড

উত্তর জনপদের লাখো মানুষের জন্য একটিও সরকারি হাসপাতাল নেই

সুদানের চলমান সংকট: যুদ্ধ, ক্ষুধা ও মানবিক বিপর্যয়।।

মুন্সিগঞ্জে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, গুলিতে নিহত ১

ঈদগাঁও ফকিরা বাজারে বন বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা, টাকা দিয়ে বন বিভাগের জায়গায় স্থাপনা করেছি- নাঈম মেম্বার

মামলার আসামি প্রকাশ্যে ঘুরে নির্বাচনী প্রচারণায়! পুলিশের ভূমিকা রহস্যজনক

কুতুবদিয়ায় সাগরের তীরে এক জেলে নিখোঁজ

কাপাসিয়ার দূর্গাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন

জনগণ গণভোট-সনদ এসব বোঝে না : ঠাকুরগাওয়ে মির্জা ফখরুল

স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন আন্দোলনরত প্রাথমিক শিক্ষকরা