ঢাকাবৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

শান্তিগঞ্জে নদীগর্ভে বিলীন পাকা সড়ক, ভাঙন ঝুঁকিতে ২ শতাধিক পরিবার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৭ ডিসেম্বর ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ণ

Link Copied!

মোঃ আবু সঈদ, স্টাফ রিপোটারঃ

সর্বগ্রাসী নাইন্দা নদীর ভয়াবহ ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের চলাচলের একমাত্র পাকা সড়ক। সড়ক না থাকায় ঝুকিপূর্ণ বাঁশের সাঁকোই এখন গ্রামবাসীর চলাচলের একমাত্র ভরসা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিদিনই ভাঙ্গছে নতুন নতুন এলাকা। ভাঙ্গন ঝুঁকিতে নির্ঘুম রাত কাটছে ২ শতাধিক পরিবারের। ভাঙ্গন রোধে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করলে নদীর রাক্ষসী ভাঙনের কবলে বিলীন হয়ে যেতে পারে অধিকাংশ পরিবারের মাথা গোঁজার একমাত্র ঠাঁই।

সরেজমিন ভাঙ্গন এলাকা ঘুরে ও গ্রামবাসীর সাথে কথা বলে জানা যায়, নাইন্দা নদী সংলগ্ন জয়কলস গ্রামের জনসাধারণের চলাচলের জন্য এলজিইডি নির্মিত পাকা সড়কটি ভাঙ্গনের মুখে পড়ে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। যোগাযোগের একমাত্র রাস্তা বিলীন হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঝুকিপূর্ণ সাঁকোই এখন তাদের চলাচলের একমাত্র ভরসা। সড়কের পাশাপাশি কয়েকটি বসত বাড়িও ভাঙ্গনের কবলে পড়েছে। এই রাস্তাা দিয়ে শুধু জয়কলস নয় জগজীবনপুর গ্রামের স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে শ্রমজীবীসহ সর্বসাধারণ চলাফেরা করেন। সড়কের ভাঙ্গন এলাকায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক প্রকল্প গ্রহণ করে দ্রুত বাস্তবায়ন করার দাবি জানান গ্রামবাসী।

জয়কলস গ্রামের মানিক লাল চক্রবর্তী জানান, আমাদের চলাচলের একমাত্র সড়কটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় পুরো গ্রামবাসী হুমকির মুখে রয়েছেন। শুধু সড়কই নয় কয়েকটি বসত বাড়িতেও ভাঙ্গন ধরেছে। এভাবে ভাঙ্গন অব্যাহত থাকলে এই গ্রামের নদীর তীরবর্তী পাকা রাস্তাসহ প্রায় ২ শতাধিক বসতবাড়ি নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

জয়কলস গ্রামের জয়ন্ত তালুকদার পুল্টন, মনোরঞ্জন দাশ, কাজল বিশ্বাস, গৌতম রায়,মনো রায়, শৈলেন বিশ্বাস ও সুজন তালুকদারসহ একাধিক ব্যক্তি নদী ভাঙন রোধে দ্রত ব্যবস্থা ও বিকল্প রাস্তাা তৈরি করে দেয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান। তারা আরও জানান, এ ব্যাপারে কয়েকবার পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করলেও ভাঙ্গন রোধে কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি।

শান্তিগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (এসও) মো.মমিন মিয়া বলেন, ভাঙ্গন কবলিত এলাকা সরেজমিন পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে৷

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, ভাঙ্গনের বিষয়টি আমাদের নজরে আছে। ভাঙ্গন রোধে পদক্ষেপ নিতে পানি উন্নয়ন বোর্ডকে অবগত করা হয়েছে।

51 Views

আরও পড়ুন

শান্তিগঞ্জ থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় লোহাগাড়ায় সাংবাদিক সমাজের মানববন্ধন

সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে শান্তিগঞ্জে সেমিনার

শান্তিগঞ্জে জনসচেতনতামূলক প্রশিক্ষণ 

স্বাধীনতার ৫৩ বছরেও দেশ অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক গোলামী থেকে মুক্ত হতে পারেনি–অধ্যাপক মুজিব

কক্সবাজার জেলা জামায়াতের মতবিনিময় সভায় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান 

চট্টগ্রামে জামায়াত নেতার পায়ের রগ কেটে হাত ভেঙে দিয়েছে চাঁদাবাজরা

ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে বরিশাল মহানগর ছাত্রদল সহ-সভাপতি রাসেল আকন আটক

শান্তিগঞ্জে ভুয়া মুক্তিযোদ্ধা-শিক্ষক দিয়ে পিআইসি কমিটি গঠনের অভিযোগ 

সংবর্ধিত হলেন সেরা কনটেন্ট নির্মাতা শিক্ষক ফারুক ইসলাম

নাগেশ্বরীতে কেন্দ্রীয় ড্যাব নেতার ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

বুটেক্সে নতুন বিভাগ চালু- সোশ্যাল মিডিয়ায় শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ