মোঃ আবু সঈদ,স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল আহাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্ধীপ বিশ্বাস, শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আলমগীর, উপজেলা জামায়াতের আমির হাফেজ আবু খালেদ,পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্হাপক নীতেশ চন্দ্র বর্মন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, পূর্ব বীরগাঁও প্যানেল চেয়ারম্যান রুজেল আহমদ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক রনজিত সূত্রধর, যুগ্ম আহবায়ক সুবাস দেবনাথ, সাধারণ সম্পাদক রমাকান্ত দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতিভূষন রায় তালুকদার ঝন্টু, সাধারণ সম্পাদক সুরঞ্চিত চৌধুরী টপ্পা, তেঘরিয়া পঞ্চগ্রাম পূজা উদযাপন কমিটির সভাপতি প্রধান শিক্ষক মানিকলাল চক্রবর্তী,ইসলামিক ফাউন্ডেশনের এম সি মিজানুর রহমান ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ।
তাছাড়া প্রস্তুতি সভায় আরো উপস্হিত ছিলেন ফতেপুর পূজা উদযাপন কমিটির সভাপতি কৃপেশ চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক নান্টু চন্দ্র দাশ, কোষাধ্যক্ষ মনুজ দাশ, জয়কলস মন্ডপের সভাপতি সুধা রঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক জয়ন্ত তালুকদার পুলটন, মির্জাপুর মন্ডপের সভাপতি মানিক চন্দ্র তালুকদার সহ উপজেলার ২১ টি পূজামন্ডপের সকল সভাপতি,সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।
প্রস্তুতিসভায় উপজেলার ২১ টি পূজামন্ডপের সিসি ক্যামেরাগুলো সক্রিয় করুন, স্বেচ্ছাসেবক কমিটি গঠন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্তকতা অবলম্বন, নিরাপত্তা জোরদার করণ,
বিদ্যুৎ, আলোর ব্যবস্থা নিশ্চিত করা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০