মোঃ আবু সঈদ,স্টাফ রিপোটারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী মোসাম্মৎ তাহমিনা বেগম মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল আনুমানিক ৯ টায় নিজ বাড়ী দামোধরতপী হইতে দাখিল পরীক্ষা কেন্দ্র উপজেলার আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় মোটরসাইকেল যোগে যাওয়ার পথে পঞ্চগ্রাম নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়।
স্হানীশ সূত্রে জানা যায়,পরীক্ষায় অংশগ্রহণের জন্য দুলাভাইয়ের সাথে মোটরসাইকেল যোগে বাড়ী হইতে রওয়ানা হলে কিছুদূর যাওয়ার পর মোটরসাইকেল এর চেইনের সাথে বোরকা পেছিয়ে গেলে এক পর্যায়ে তাহমিনা রাস্তায় লুটে পরে। তাৎক্ষণিকভাবে স্হানীয় লোকজন তাহাকে কৈতক মেডিকেলে হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তাহার অবস্থা আশঙ্কাজনক। সে দামোধরতপী নিবাসী দুবাই প্রবাসী মোঃ সেবুল মিয়ার মেয়ে। দামোধরতপী মামদপুর দাখিল মাদ্রাসা হইতে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে। আজ তার পরীক্ষার দ্বিতীয় দিন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহমিনা বেগমের চাচা মিয়া সাইফুল বলেন, তাহার অবস্থা আশঙ্কাজনক। সে বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।