মোঃ আবু সঈদ,স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ (শান্তিগঞ্জ)
সাব রেজিষ্ট্রার অফিসের দলিল লেখক মোঃ জয়নাল আবেদীন আর নেই। বুধবার সকাল ১১ ঘটিকায় ডুংরিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা মাঠে তাহার নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
দলিল লেখক মোঃ জয়নাল আবেদীন এর মৃত্যুতে দক্ষিণ সুনামগঞ্জ (শান্তিগঞ্জ) সাব রেজিষ্ট্রার অফিসে কর্মরত ও দলিল লেখক সমিতির সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুম জয়নাল আবেদীন একজন দক্ষ দলিল লেখক ও সালিশ ব্যক্তিত্ব ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত জটিল রোগে ভুগছিলেন। গতকাল ২৯ জুলাই সন্ধ্যায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়েকে উত্তরাধিকারী রাখিয়া যান। মহান আল্লাহপাক তাহাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আমিন।