শান্তিগঞ্জে তারুণ্যের হৃদয়ে জাগরণ,
ফুটবলের ট্রফির মোড়ক উন্মোচন
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ট্রফির মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (৬আগস্ট) বিকাল সাড়ে ৩ ঘটিকায় উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে শান্তিগঞ্জ
উপজেলা প্রশাসনের আয়োজনে তরুণদের হৃদয়ে তারুণ্যের জাগরণ সৃষ্টি ও মাদকদ্রব্যসহ ধূমপান প্রতিরোধে তরুণদের উৎসাহিত করার লক্ষ্যে একঝাঁক ফুটবল প্রেমীদের জাঁকজমক পূর্ণ পরিবেশে শান্তিগঞ্জ উপজেলায় ইউনিয়ন কাপ ফুটবল টুনামেন্ট এর ট্রফির মোড়ক উন্মোচন করেন উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।
এসময় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্হিতি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম খান, উপজেলা যুব উন্নয়ম কর্মকর্তা সন্ধীপ বিশ্বাস, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার,উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী,পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্হাপক নীতেশ চন্দ্র বর্মন,পাগলা স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মৃদুল চন্দ্র তালুকদার, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, ইউপি সচিব মোঃ আলী হোসেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ সহ আয়োজকবৃন্দ, সুশীল সমাজের লোকজন,উপজেলার বিভিন্ন দপ্তরের লোকজন ও খেলোয়াড়বৃন্দ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০