মোঃ আবু সঈদ, স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাক বিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই ২০২৫) শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর সহযোগিতায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সকাল ১১ ঘটিকা হইতে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা এর সভাপতিত্বে ও আরডিএসএ এর নির্বাহী পরিচালক মিজানুল হক সরকার এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ইকবাল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আহসান হাবিব, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম খান, শান্তিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মোঃ ইরফানুর রহমান, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস,শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আর এম ও তপু ইসলাম অপু, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী,
এনজিও সংস্থা পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, আব্দুল মজিদ কলেজের প্রভাষক বাদল চন্দ্র রায়, জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক কবিতা রানী রায়,শান্তিগঞ্জ ইউ এইচ সি সুশান্ত কর্মকার,উপজেলা সমাজসেবা কার্যালয়ের সুপারভাইজার শাহ আলম চিশতী,
সাংবাদিক কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাংবাদিক সোহেল তালুকদার, সাংবাদিক মোঃ আবু সঈদ, পূর্ব বীরগাঁও ইউপির প্যানেল চেয়ারম্যান রুজেল আহমদ, জয়কলস ইউপি সদস্য মোঃ ছয়ফুজ্জামান, পাথারিয়া ইউপি সদস্যা রাহেনা বেগম, শিমুলবাক ইউপি সদস্য মোঃ রাসেম আহমদ, ইউপি সদস্য মাসুক আলী, উপজেলা ইউএনও অফিসের নাজির মোঃ আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক নোহান আরেফীন নেওয়াজ ও কুহিনুর রহমান নাহিদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সুশীল সমাজের লোকজন প্রমুখ।