স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে টাইফয়েড টিকাদান
ক্যাম্পেইন-২০২৫ সফল করার লক্ষ্যে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১ ঘটিকায় উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স এর আয়োজনে স্বাস্হ্য কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইকবাল হাসান এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স এর মেডিক্যাল অফিসার ডা. ইমামা ইকবাল,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম খান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ নূরে আলম সিদ্দিকী,
পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন, ইসলামিক ফাউণ্ডেশনের এম সি মাওলানা মিজানুর রহমান ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ।
শুরুতে টাইফয়েড টিকাদান অভিযান-২০২৫
এর কর্মসুচির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স’র আবাসিক চিকিৎসক ডা. তারিক জামিল অপু।
তিনি জানান, আগামী ১ লা সেপ্টেম্বর-২০২৫ সারাদেশের ন্যায় শান্তিগঞ্জে ৯ মাস হইতে ১৫ বছর বয়সী সকল শিশুদের টাইফয়েড টিকা প্রদানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শিশুদের টাইফয়েড প্রতিরোধে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটির ৫৩ হাজার ১শত ৩৩ জন শিশুদেরকে বিভিন্ন পয়েন্টে ও বাড়ি বাড়ি গিয়ে টাইফয়েডের টিকা প্রদান করা হবে। এ টিকা গ্রহণের জন্য শিশুর ডিজিটাল জন্মনিবন্ধন সনদ দিয়ে রেজিষ্টেশন করতে হবে। প্রত্যেক শিশু যাহাতে উক্ত টিকা গ্রহণ করতে পারে সে জন্য উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনায় মসজিদ,
মন্দির ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচারণা চালিয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে।
এসময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মল্লিকা দাস, সহকারী স্বাস্থ্য পরিদর্শক কামাল উদ্দিন, দুলাল চন্দ্র বণিক,
সাহেদা বেগম, হেমেন্দ্র দাস ও জাহানারা চৌধুরী সহ প্রমুখ।