মোঃ আবু সঈদ,স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে জুলাই সনদের আইনী ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকায় শান্তিগঞ্জ বাজার পয়েন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার আমীর হাফিজ আবু খালেদের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ-০৩ আসনে (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) সংসদ সদস্য পদপ্রার্থী
এডভোকেট ইয়াছিন খান।
জুলাই সনদ বাস্তবায়ন,পি আর পদ্ধতিতে নির্বাচন ও নির্বাচনের প্লেয়িং পিল্ড করার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরো বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা সেক্রেটারি মাস্টার দিলোয়ার হোসেন ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শান্তিগন্জ উপজেলা সভাপতি আফসার আহমদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা উলামা মাশায়েক সভাপতি মাওলানা আস্রাফ উদ্দিন, সমাজসেবা সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যান সভাপতি রায়েজ নুর, সেক্রেটারি প্রভাষক মামুন আহমদ, পাথারিয়া ইউনিয়ন সভাপতি সমশের আলী, পূর্ব বীরগাঁও ইউনিয়ন সভাপতি মাসুম আহমদ, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন সভাপতি মাওলানা আলফাজ উদ্দিন, পুর্ব পাগলা ইউনিয়ন সভাপতি কবির আপমদ,
পশ্চিম পাগলা ইউনিয়ন সভাপতি কাজী নুরুল হক, শিমুলবাক ইউনিয়ন সভাপতি এখলাছুর রহমান,জয়কলস ইউনিয়ন সভাপতি ডাঃ সাইদুর রহমান ও দরগাপাশা ইউনিয়ন সভাপতি শামীম আলম সহ প্রমুখ।