মোঃ আবু সঈদ স্টাফ রিপোটারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে জামায়াতে ইসলামীর ইউনিয়ন ওয়ার্ড ও ইউনিট সভাপতি-সেক্রেটারি দায়িত্বশীলদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠিত এই কর্মশালায় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ আবু খালেদ এর পরিচালনায় ও সেক্রেটারি মাস্টার দিলোয়ার হোসেনের ব্যবস্থাপনায় এবং সহকারী সেক্রেটারি আসাদুজ্জামানের সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন জেলা উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জজ কোর্টের আইনজীবী এডভোকেট ইয়াছিন খান,তরবিয়ত সেক্রেটারি মাওলানা আস্রাফ আলী।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ রায়েজ নুর, উপজেলা টীম সদস্য তাজুল ইসলাম, শ্রমিক কল্ল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মামুন আহমেদ প্রমুখ৷
এসময় উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।