মোঃ আবু সঈদ,স্টাফ রিপোর্টারঃ
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শান্তিগঞ্জ উপজেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ জয়কলস উজানীগাঁও রশিদীয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান/২০২৪ সম্পন্ন হয়েছে।
রবিবার (১১ ই ফেব্রুয়ারী) সকাল ১১ ঘটিকায় উপজেলার জয়কলস উজানীগাঁও রশিদীয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৩ দিনব্যাপী আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শেষদিনে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইসহাক আলী ও শংকরী চক্রবর্তী এর সঞ্চালনায় যৌথ প্রধান শিক্ষক শচীন্দ্র চন্দ্র সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল বাছিত সুজন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো: নূরে আলম সিদ্দিকী।
এছাড়াও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সহকারী শিক্ষক (ক্রীড়া শিক্ষক) মোঃ আলিমুল ইসলাম, সহকারী শিক্ষক এরশাদ আলী, নজরুল ইসলাম,সহিবুর রহমান, অভিভাবকবৃন্দ সহ অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০