A EC_0 1.2.67 Primo_S8_Mini_V03_07042022 FINGERPRINT: Walton/primo_s8_mini/primo_s8_mini:11/RKQ1.201105.002/Primo_S8_Mini_V03_15032022:user/release-keys HARDWARE: qcom HOST: vsm-build-svr01-pp ID: RKQ1.201105.002 IS_DEBUGGABLE: false IS_EMULATOR: false MANUFACTURER: walton MODEL: Primo S8 mini PERMISSIONS_REVIEW_REQUIRED: true PRODUCT: primo_s8_mini TAGS: release-keys TIME: 1649299927000 TYPE: user UNKNOWN: unknown USER: vsmart
স্টাফ রিপোর্টার।
রাত পোহালেই ঈদুল ফিতর। ঈদকে সামনে রেখে জমে উঠেছে জমজমাট কেনাকাটা। জেলা শহর ছাড়া উপজেলা পর্যায়ের গ্রামগঞ্জের বাজারগুলিতেও চলছে ধুম কেনাকাটা। নতুন ফ্যাশনের জামা কিনতে এক দোকান থেকে আরেক দোকানে চলছে ছুটাছুটি। তরুন- তরুণী ও শিশুরা ঈদের বাজার জমে তুলেছেন। শাড়ি, গহনা, ড্রেস, পাঞ্জাবি, লুঙ্গি, গেঞ্জি,পাজামা, শিশুদের পোষাক কিনতে দোকানে ক্রেতাদের ভীড় লেগে আছে। বাজারে এবার ব্যবসায়ীরা দেশীয় পোষাক তুলেছেন বেশি। নতুন নতুন ডিজাইন নিয়ে ছেলে মেয়েদের আকৃষ্ট করছেন । ক্রেতারাও দেশি পোষাক কিনতে আগ্রহী বলে জানা যায়। তবে নারী ক্রেতাদের বেশি ভীড় দেখা যাচ্ছে। বাজারে তরুণ-তরুণীরা বিভিন্ন নায়ক নায়িকাদের ডিজাইন অনুসরণ করছে।
মুদির দোকানগুলোতেও ঝামেলা কম নয়। সেখানেও ক্রেতাদের উপস্থিতি সরব। গুড়,তেল ও ময়দা কিনে পিঠাপুলির উৎসবের মাধ্যমে ঈদ উদযাপনের আনন্দ সবার মধ্যে। ঈদের আকর্ষণীয় আরেকটি পণ্য হল মেহেদী। বাসের টিকেট কাউন্টারে ঈদ উপলক্ষে বাড়িতে যাওয়ার উৎসাহে ভীড় লেগেই আছে। তাছাড়া হরেক মালের দোকান, সেলুন ও স্টেশনারী দোকানগুলোও ঈদ কেনাকাটায় ব্যস্ত।